করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশব্যাপী কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর ৪নং ওয়ার্ডে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী ফ্রী সবজি বিতরণের উদ্বোধন করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টায় নগরীর দৌলতপুর দেয়ানা যশোর মোড় এলাকায় এর আয়োজন করা হয়েছে। মহানগর যুবলীগের সদস্য মেহেদী হাসান মোড়লের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্ধ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আসলাম মোড়ল, মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান খোকন, শেখ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বাপ্পী, সাফায়েত হোসেন, হাবিব মোড়ল, মাহবুব মোড়ল, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, পলাশ মন্ডল, আসাদুজ্জামান আসাদ, নওরজ জাহান আদর, যুবলীগ নেতা ইবাদ মোড়ল, আরিফ মোড়ল, ইব্রাহিম মোড়ল, শেখ নাদিম, সুমন দাস, ছাত্রনেতা রিপন মোড়ল, লিপু মোড়ল, নাজিম হোসেন ইমু, আল আমিন প্রমুখ।
খুলনা গেজেট/এনএম