খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ও সকাল সাড়ে ১০টায় তাদের মৃত্যু হয়। মৃত দুইজন হলেন খালিশপুর হাউজিং এলাকার তোফাজ্জেল হোসেন(৭৪) এবং মাগুরার শালিখা এলাকার বিমল পাল(৫৩)। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।
হাসপাতাল সূত্রে জানাযায়, খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা গতকাল বিকাল সোয়া তিনটায় খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। এদিকে মাগুরা জেলার শালিখা এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ পালের পুত্র বিমল পাল গতকাল বুধবার আড়াইটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড় ১০টায় তাদের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান মৃত্যু দুটি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/বশির হোসেন