খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজের ল্যাব সূত্রে এ তথ্য পাওয়া যায়।
এদিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক রোগির মৃত্যু হয়েছে।
খুমেক ল্যাব ও করোনা ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে ৩৭৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৩ জন। এছাড়াও বাগেরহাটে চার জন, যশোরের চার জন, সাতক্ষীরার দুই জন, ঢাকার একজন এবং চুয়াডাঙ্গার একজন করোনা আক্রান্ত হয়েছেন।
অপরদিকে মঙ্গলবার বিকালে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ইয়াকুব আলী (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার খানজাহান আলী থানাধীন মিরের ডাঙ্গা এলাকার ওয়াহেদ হাওলাদারের ছেলে। তিনি ১২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।