বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় আহত বাবুল কাজীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

গত ২৯ মার্চ খুলনা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় আহত মোহাম্মাদ বাবুল কাজী রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা সোয়া ১২ টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

জানা যায়, দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ১৭ জন মানুষ নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি গত ২৯ মার্চ দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী খুলনায় পালনকালে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের অতর্কিত হামলায় ২০ জন আহত হয়। মারাত্মক আহত হন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মাদ বাবুল কাজি। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্হ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন