Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাউল মন

জয়ন্তী দেব সিকদার

আমার মন তরী ধায়
আপন মনে,
পাল তোলে তার বাউল মন।
দাঁড় টানে তার আকুল হৃদয়
গান গেয়ে যায় সর্বক্ষণ।
কোথায় যাবে থামবে কখন
হিসাব যে তার রাখে না মন।
চলতে হবে তাই সে চলে
গাইতে হবে তাই সে গায়।
আমার মন জানেনা মনের হদিস
কেমন করে পাবো গো আমি
পাগল পারা মনের ঠাঁই?

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন