বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পারিবারিক কলহে মায়ের হাতে শিশু তানিশা খুন!

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদায় পাঁচ বছরের শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সৎ মা মুক্তা বেগম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট ১ম আদালত, আলিফ রহমানের কাছে এ জবানবন্দি দেয়।

এর আগে তেরোখাদায় শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় গত সোমবার (৫ এপ্রিল) রাত ১২ টায় তার সৎ মা মুক্তা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যার সময়ে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে শিশু তানিশার সৎ মায়ের সাথে অন্য কোনো পুরুষের সম্পর্ক  আছে এমন সন্দেহে স্বামীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদের জের হিসেবে খুনের ঘটনা ঘটেছে বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সফিক। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকাল ৪ টায় আদালতে প্রেরণ করা হয়।

নিহত তানিশার বাবা তেরখাদার আড়কান্দী গ্রামের খাজা শেখ বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত। তিনি সাত বছর আগে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেছিলেন। পরে দাম্পত্য কলহের একপর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বছর দেড়েক হলো মুক্তা খাতুনকে বিয়ে করেন খাজা শেখ।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে তার সৎ মা মুক্তা খাতুন হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন