বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন করতে হবে : খুলনার এসপি

ফুলতলা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেছেন, করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। শুধু নিজে সচেতন হলে রক্ষা পাওয়া যাবে না, অন্যকেও সচেতন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার এবং সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

মঙ্গলবার বিকালে ফুলতলা বাজারের বিভিন্ন সড়ক ও মার্কেটে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময়  উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মাঃ খায়রুল আলম (বি সার্কেল), ওসি মাহাতাব উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, এসআই আবুল কাইয়ুম, এসআই মধুসূধন পান্ডে, এসআই মাহমুদ হোসেন, এসআই তাপস দত্ত, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, সদস্য মোঃ জুলহাস আহমেদ প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন