কদমতলা বাজার নগরীর অন্যতম বৃহৎ মৌসুমী ফলের আড়ৎ। রাত-দিন সমান তালে এখানকার আড়তে চলে কর্মযজ্ঞ। এ আড়ৎ থেকেই সরবরাহ করা হয় গোটা খুলনার মৌসুমি ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। লকডাউন, ঝড়, বন্যা, দূর্যোগ কোন কিছুতেই তাদের থামাতে পারে না।
সরেজমিনে আজ মঙ্গলবার দুপুরে কদমতলা যেয়ে দেখা গেল, কোনো স্বাস্থ্যবিধি না মেনেই তারা তরমুজ, কলা সহ বিভিন্ন ফলের ট্রাক থেকে লোড আন লোড হচ্ছে। ব্যস্ত সময়ে ঘর্মাক্ত শ্রমিকদের কথা বলার সময় নেই। আড়ৎ মালিকগণও সাথে আছেন ।
ট্রাক আনলোডে ব্যস্ত শ্রমিকরা জানান, “করোনা লকডাউন কি এসব আমরা বুঝি না, বুঝতে চাইও না। পেটে ভাত না থাকলে কি সরকার ভাত দিয়ে যাবে।”
তারা আরও জানান, আমাদের কাছে সময়মতো মাল পৌঁছানোটাই বড় ব্যাপার। সবসময়ই ব্যস্ত থাকতে হয় তাদের। আর তাদের কর্মযজ্ঞেই খুলনা শহরের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে মৌসুমী ফল তরমুজ ছাড়াও কলা, পিঁয়াজ, আলু, রসুনসহ নানা কাঁচামাল।
আড়ৎ মালিকরা জানান, “ফল কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস লকডাউনের আওতায় পড়ে না। তাই আমরা আমাদের কোন কার্যক্রম বন্ধ রাখি না।”