খুলনাবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় খুলনাবাসীকে বিশুদ্ধ পানির সরবরাহের জন্য ওয়াসা স্থাপনের ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্য নিয়ে ওয়াসা কাজ শুরু করে নগরবাসী সে সুফল থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে গ্রীষ্ম মৌসুমে চরম পানির সংকটের ভুগছে নগরবাসী। খুলনা ওয়াসা শত শত কোটি টাকা ব্যয় করে নগরবাসীর পানির চাহিদা মেটাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
নগরবাসীর পানির চাহিদা মেটাতে দ্রুত খুলনা ওয়াসাকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, পবিত্র রমযানকে সামনে রেখে ওয়াসা নগরবাসীর পানির চাহিদা পূরণে ব্যর্থ হলে খুলনাবাসীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
বিবৃতি প্রদান করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মামুন ডন, মামনুরা জাকির খুকুমনি, অধ্যক্ষ রেহেনা আক্তার, মিজানুর রহমান বাবু, শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, হাসান ইফতেখার চালু, জুবায়ের আহমদ খান জবা, মাস্টার মনিরুল ইসলাম, মফিদুল ইসলাম টুটুল, এস এম আখতার উদ্দিন পান্নু, এস এম ইকবাল হোসেন বিপ্লব, কামরুল করিম বাবু, মোঃ খলিলুর রহমান, মতলেবুর রহমান মিতুল, সৈয়দ এনামুল হাসান ডায়ম, শেখ আবিদুল্লাহ, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, প্রমিতি দফাদার প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই