মনখারাপের রাতে জানালার কাঁচ সরিয়ে বুক ভরে নিই বিশ্বাসের শ্বাস ……
খোলা চুলে বিলি কাটে যায় জোৎস্না, মুখোশ টা সন্তর্পনে খুলে রাখি ….
পাছে মুখ দেখে ভালবেসে ফেল, টুপ টাপ ঝরে পরা জোছনার গন্ধ মেখে নিতে হাত বাড়াই ।
একদিন আমারই ভুলেই আমৃত্যু নির্বাসন হয়েছিল আমার…
ভালোবেসে হিসেব করিনি,
জলের দামে বেচে দিয়েছি জীবন……
আজ আমার বুকের নীচে কঙ্কাল হয়ে পড়ে আছে কিছু উল্কা, আর একফালি কৃষ্ণপক্ষের চাঁদ।
সে আলোয় তুমি জীবনের মুখ দেখতে চাও?
তুমি ভুল মানুষের কাছে নিবেদন করছো।
যাচিত নির্বাসিত ভিখারী তোমায়
কিছুই দেবার ক্ষমতা রাখেনা।
তুমি তোমার ভুবনে ফিরে যাও।
জানতে চাই, নিঝুম রাতে শূন্যতার ফিসফিসানি আজও বুকে ঢেউ তোলে কিনা..তোমার বুকে?
শিকল ছিঁড়ে ডানা মেলে জেগে ওঠে কি ইচ্ছার ফিনিক্স….
পায়ে লুটিয়ে পড়ে অভিমানী স্বত্বা ?
দমকা হাওয়ার তপ্ততেজে কি আজ ও শিকল ছেঁড়ার মন্ত্র বেজে ওঠে?
ভালবাসার সবকটা জানালায় কড়া নাড়ে কি আজও বাঁধন ছেঁড়ার ডাক?
ভালবাসার শিশিরে ভিজে প্রশান্তি পরতে জড়ায়…
ক্ষতবিক্ষত স্বপনের রক্তে সিঞ্চিত হয়ে ফুটুক শ্বেত গোলাপ।
চির শান্তির আশায় হাত বাড়িয়ে
ছুঁয়ে যায় আঁচল, আর আমার মুখোশহীন মন।