আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ উত্তর সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প রক্ষায় খাদ্য, ঔষধ, যন্ত্রপাতি আমদানি, মুরগীর ডিম এবং মাংস উৎপাদন পর্যায়ে সকল প্রকার শুল্ক, ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ্ ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
এক বিবৃতি তাঁরা উল্লিখিত দাবিতে বলেন, ক্ষুধা-দারিদ্র্য বিমোচন, কর্ম-সংস্থান, স্বল্পমূল্যে নিরাপদ ও পুষ্টিকর ডিম ও মাংস তথা আমিষের যোগানদাতা খামারি ব্যবসায়ীরা ব্যাপক ভূমিকা ও অবদান রাখলেও বার বার তারা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সুতরাং খামারিদের রক্ষায় সরকারের শুল্ক প্রত্যাহার এখন সময়ের দাবি। সাথে সাথে প্রত্যেক জেলায় পাইকারি ডিম, মুরগী ও দুধের বাজার স্থাপনেরও দাবি জানান নেতৃদ্বয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম