খুলনায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার (৩১ মার্চ) রাতে খুলনায় ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৮ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরার ২ জন, নড়াইল ও গোপালগঞ্জের একজন করে আক্রান্ত হয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য অনুযায়ী, বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে খুমেক হাসপাতালে করোনা ইউনিটে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি হলেন- খুলনা মহানগরীর ৮ নম্বর বিকে মেইন রোডের বাসিন্দা আ. গফুরের ছেলে আ. জলিল (৬৫)। তিনি (রোববার) ২৮ মার্চ মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি/ টি আই