খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা এলাকার বরীন্দ্রনাথ সরদারের ছেলে সঞ্জিত সরদার (৪২), নগরীর দিলখোলা রোড এলাকার মোঃ সুলতান শিকদারের ছেলে মিজানুর রহমান (৩৯), যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর এলাকার আবু বক্কর মোল্যার ছেলে মোঃ ফারুক হোসেন (৩২), নগরীর বক্সিপাড়া লেন এলাকার মোঃ আকবর আলীর ছেলে মোঃ আলী-বিন হুসাইন (২৩), শের-এ-বাংলা রোড এলাকার মৃত: মীর মনির হোসেনের ছেলে মীর ফয়সাল হোসেন এনরোজ (৩২), বটিয়াঘাটা উপজেলার মৃত: কামরুলের ছেলে আশরাফুল ইসলাম রনি (২৮), মাদারীপুর জেলার হাজরাপুর এলাকার মৃত: মোশাররফ খাঁনের ছেলে অপু খাঁন (২৮) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মৃত: সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মামুন শেখ (৩৩)।
খুলনা গেজেট/এনএম