খুলনায় আজ (সোমবার)) মোট এক হাজার ৬৮ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় একশত ৭০ জন এবং সাতটি উপজেলায় মোট আটশত ৯৮ জন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়া ৫৬ জন, ডুমুরিয়া পাঁচশত ৬৭ জন, ফুলতলা ৪০ জন, কয়রা ৮০ জন, পাইকগাছা একশত ৩০ জন, রূপসা ১০ জন এবং তেরখাদায় ১৫ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ পাঁচশত ৬৯ এবং মহিলা চারশত ৯৯ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬৫ হাজার চারশত ২০ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার দুইশত ১৪ এবং মহিলা ৬৭ হাজার দুইশত ছয় জন।সূত্র : তথ্যবিবরণী।
খুলনা গেজেট/কেএম