খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  খা‌লিশপু‌রের হা‌সিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন, খালাস ৫

পাইগাছায় ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টায় খুলনা বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

পাইকগাছায় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর ধারালো অস্ত্রের মহড়া শুরু করেছে। আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হককে হত্যার উদ্দেশ্যে তাকে ও তার কর্মী-সমার্থকদের এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতকরণ ও সোলাদাানা ইউনিয়নে শাস্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সমার্থকরা পোষ্টার লাগাতে গেলে আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পোষ্টার কেড়ে নিয়ে সমার্থকদের বেধড়ক মারপিট করে নৌকা প্রার্থীদের প্রার্থী আব্দুল মান্নান গাজীসহ তার কর্মিরা। আহত সমার্থকদের উদ্ধার করে আনতে গেলে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকসহ তার ২৫-২৬জন কর্মী-সমার্থককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে।

বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল­া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!