দৌলতপুর থানায় দায়ের করা ধর্ষণ প্রচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত রবিউল শেখ (৪৮) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সে পাবলা দত্তবাড়ি এলাকার জাফর শেখের বাড়ির ভাড়াটিয়া মৃত আসাদ শেখের ছেলে। এর আগে গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের করেন মাদ্রাসা ছাত্রীর মা।
আদালত সূত্রে জানা গেছে, পারভীন বেগম দৌলতপুর দত্তবাড়ি এলাকার একজন গৃহপরিচারিকা। সে উক্ত এলাকার দিলু মিয়ার ভাড়াটিয়া। গতকাল শুক্রবার সে বাসাবাড়ির কাজের জন্য ১১ বছর বয়সী কন্যাকে মায়ের কাছে রেখে বাইরে যায়। রাত ৮ টায় মাদ্রাসা পুড়ুয়া কন্যা বাথরুমে গেলে পাশের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখ তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এরই মধ্যে পারভীন বেগম বাড়ি এসে চিৎকার করে মেয়েকে খুঁজতে থাকে। ভয় পেয়ে রবিউল মাদ্রাসা ছাত্রীকে ছেড়ে দেয়। সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে ওই ঘটনায় পারভীন বেগম দৌলতপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ২০।
মামলা দায়ের হওয়ার পর পুলিশ রাতে রবিউল শেখকে দৌলতপুর তরুন সেনা রোড থেকে গ্রেপ্তার করে। থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
খুলনা গেজেট/ টি আই