‘রক্ত বোঝে জীবনের মর্ম, রক্তে নেই জাত-ধর্ম’ এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইয়োথ কয়রা ব্লাড ব্যাংক’র উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে।
খুলনার কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক সদর উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনজিরা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম সরদার, শিক্ষক মিজানুর রহমান, আঃ জলিল, মোজাফ্ফার হোসেন, নাসিমা খাতুন, তৌহিদুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠাতা আমিনুর ইসলাম, সংগঠনটির সদস্য সোহাগ হোসেন, রায়হান কবির চঞ্চল, নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য মোয়াজ্জম হোসেন মাসউদ।
দিনব্যাপী ক্যাম্পেইনে তিনশ’ ৯৩ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় কর হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন পল্লী চিকিৎসক মোঃ শামীম আখতার, দেয়াড়া কমিউনিটি ক্লিনিকের এমএইচভি মমতাজ (প্যারামেডিকেল), পশ্চিম দেয়াড়া একতা সংঘের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন ও পল্লী চিকিৎসক মোঃ আক্তারুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমিনুর ইসলাম।