বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় খুমেক হাসপাতালে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, যশোর সদরের নিউমার্কেট এলাকার বাসিন্দা মৃত গোলাম’র ছেলে জাহাঙ্গীর কবির (৫২) এবং পিরোজপুরের ছোট খলিশাখালী এলাকার আজহার আলীর স্ত্রী হাছিনা বেগম (৭২)।

খুমেকের করোনা ইউনিট সূত্রে জানা যায়, যশোর সদরের নিউমার্কেট এলাকার জাহাঙ্গীর কবির গত ২৪ মার্চ করোনা আক্রান্ত হয়ে খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে পিরোজপুরের ছোট খলিশাখালী এলাকার  হাছিনা বেগম আজ বৃহস্পতিবার খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা দেড়টায় মারা যান।

এর আগে বুধবার দুইজন মারা যান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন