কুদরত-ই-খুদাকে সভাপতি এবং মনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে লায়ন্স ক্লাব অব খুলনার নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, আইপিপি ডা. সাহানা রাজ্জাক আলী, সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, গালিব কাপাডিয়া ও ডা: মনোজ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি নেওয়াজ আহসান, কোষাধ্যক্ষ প্রফেসর রমা রহমান, টেইল টুয়িস্টার সুমাইয়া নাসরিন, টেমার তানজিলা আমজাদ, সার্ভিস চেয়ারপারসন মো: ফেরদৌস আলম ফরাজি, প্রচার সম্পাদক ডা: আর কে নাথ, মেম্বর চেয়ারপারসন ড. আব্দুল্লাহ হারুন চৌধুরি।
কমিটির পরিচালকবৃন্দ হলেন বেগম মাজেদা আলী, বদরুল ইসলাম, শরৎ কুমার, ডা: বোরহান উদ্দিন আহমেদ, অ্যাড. এম এ আওয়াল, ডা: শাহীন নওরোজী, শামিমা সুলতানা শিলু, সৈয়দ জাহিদ হোসেন, ডা: এম বি জামান, মো: আনিসুজ্জামান, শিরিন কাপাডিয়া, ডা: শাহ জাহাঙ্গীর আবেদ, অ্যাড. মিনা মিজানুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এমএম