করোনাজনিত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৩১ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কেন্দ্রের সাথে সমন্বয় রেখে খুলনা বিএনপির কর্মসূচি সমন্বয় করা হয়।
মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি : সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ বিকেল ৩টায়, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া আছর বাদ দলীয় কার্যালয়ে এবং আলোকসজ্জা।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, আব্দুর রকিব মল্লিক, এড. তছলিমা খাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আশরাফুল আলম নান্নু, মেহেদী হাসান দিপু, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাসমুস সাকিব পিন্টু, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াজউদ্দিন সান্টু, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন নান্নু, তানভিরুল আযম রুম্মান, এনামুল হাসান ডায়মন্ড, শামসুল বারী পান্না, শেখ সরোয়ার হোসেন, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, সেলিম সরদার, শেখ হেমায়েত হোসেন, আবু সাঈদ, জাবীর আলী, মনিরুজ্জামান লেলিন প্রমুখ।