বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বুধবার টিকা নিয়েছেন এক হাজার চারশত ৯৯ জন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ বুধবার মোট এক হাজার চারশত ৯৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ১৫ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার একশত ৮৪ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৬০ জন, বটিয়াঘাটায় ৪০ জন, দিঘলিয়া ৮৯ জন, ডুমুরিয়া চারশত জন, ফুলতলা ৪০ জন, কয়রা একশত ৯১ জন, পাইকগাছা একশত জন, রূপসা ৩০ জন এবং তেরখাদায় ৩৪ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৮২ এবং মহিলা ছয়শত ১৭ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬০ হাজার একশত ৬৮ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার তিনশত ৪২ এবং মহিলা ৬৪ হাজার আটশত ২৬ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন