খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী রেবেকা সুলতানা আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর আগে ১৯ মার্চ যাচাই-বাছাইয়ের সময় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেবেকা সুলতানার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী বলেন, মনোনয়নপত্র দাখিল করার সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী রেবেকা সুলতানা আপিল করেন। আপিলের সময় ঋণখেলাপির সঠিক তথ্য হাজির করায় জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ করেন।
খুলনা গেজেট/ টি আই