দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৭১ রান সংগ্রহ করেছে। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ইনিংসের শুরু থেকে ব্যাটসম্যানরা প্রত্যেকেই ধারাবাহিক ডট বল খেলে যাচ্ছিলেন। ব্যতিক্রমী ছিলেন মিথুন। তার ইনিংসটি ছিল একশর ওপরে স্ট্রাইক রেটে সাজানো। বাংলাদেশের স্কোর বড় হওয়ার পেছনে শেষটায় ছিল তার বিরাট অবদান। ৫৭ বলে ৬ চার ও ২ ছক্কায় মিথুন ৭৩ রান করেন। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটি সাজিয়েছেন ১২৮.০৭ স্ট্রাইক রেটে। তামিম ১০৮ বলে করেন সর্বোচ্চ ৭৮ রান। মুশফিক ৫৯ বলে ৩৪, সৌম্য ৪৬ বলে ৩২ রান করেন। টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর পেলেও আরও বেশি রান আসার সুযোগ ছিল। মিথুনের সঙ্গে ৭ রানে অপরাজিত ছিলেন সাইফ উদ্দিন।
খুলনা গেজেট/এনএম