আবারও সেই পুরনো দৃশ্যের অবতারনা। প্রথম ম্যাচের নির্বিবাদে উইকেট বিলিয়ে দেওয়ার ধারা অব্যহত দ্বিতীয় ম্যাচেও। ট্রেন্ট বোল্টের শর্ট বলে পুল করে শর্ট মিড উইকেটে থাকা ফিল্ডারের হাতে উইকেটটা বিসর্জন দিলেন লিটন দাস।
দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস
টস জিতে নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এক ম্যাচ খেলেই বাইরে হাসান মাহমুদ
প্রথম ওয়ানডেতে ডানেডিনে খেলার সুযোগ হয়েছিল তরুণ হাসান মাহমুদের। দলের ব্যর্থতার দিনে ব্যর্থ ছিলেন ডানহাতি পেসারও। দ্বিতীয় ওয়ানডেতে তার সুযোগ হলো না। দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ।
অপরবর্তিত নিউ জিল্যান্ড একাদশ
প্রথম ওয়ানডেতে অনায়াস জয় পাওয়ায় ক্রাইস্টচার্চে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই তারা মাঠে নামছে।
নিউ জিল্যান্ড একাদশ
ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার ও উইল ইয়াং।
সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের
প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ১৩১ রানে অলআউট। নিউ জিল্যান্ড ম্যাচ জিতে যায় মাত্র ২১.২ বলে। পুরোপুরি নো কম্পিটিশিন ম্যাচ। আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ সামর্থ্যের সবকুটু উজার করে দিতে চায়। ঘুরে দাঁড়াতে চায়। এজন্য ব্যাটসম্যানদের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় অধিনায়ক তামিম। সঙ্গে বোলারদের থেকেও চান দ্যুতিময় পারফরম্যান্স। নিউ জিল্যান্ডে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। এবার পারবে তো তামিমের দল?
খুলনা গেজেট/কেএম