খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
জামিন বাতিল করে ২৯ আসামিকে কারাগারে প্রেরণ

কালিয়ার বনি মোল্লা হত্যা মামলার রায় ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলার পরবিঞ্চু গ্রামের বনি মোল্লা (৩০) হত্যা মামলার রায় আগামী ৩১ মার্চ। বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আজ সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে এ মামলার ২৯ জন আসামির জামিন বাতিল করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন।

রাষ্টপক্ষের আইনজীবী মোঃ আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বনি মোল্লাকে আসামিরা নির্মমভাবে হত্যা করে। রাষ্টপক্ষ আদালতে আসামিদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দিবেন বলে তিনি মনে করেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রাম্য শত্রুতা ও মামলা মোকাদ্দমার কারণে খুন করা হয় কালিয়া উপজেলার পরবিঞ্চু গ্রামের মোঃ হাসিম মোল্লার ছেলে বনি মোল্লাকে। তিনি পারিবারিক জায়গা-জমির ওপর ঘের দেখাশুনা করতেন। ২০১৯ সালের ১১ মে তিনি বাসার পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। সকাল আটটার দিকে তার পূর্ব পরিচিত সন্ত্রাসীরা দেশি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমন করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড় দিয়ে প্রতিবেশী ছাকু কাজীর বাড়িতে আশ্রায় নেন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে বের করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই ঘটনার পর বনি মোল্লার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ঘটনার দুইদিন পরে নিহতের পিতা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে এ মামলায় আরও দু’জনের নাম অন্তর্ভুক্ত করা হয় বলে পুলিশ জানায়। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন ২০২০ সালের ২৫ জুলাই ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!