বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রমজানকে সামনে রেখে বাজার তদারকি

নিজস্ব প্রতিবেদক

নিয়মিত বাজার মনিটরিং এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে  খুলনার সোনাডাঙ্গা ও সন্ধ্যাবাজার এলাকার বিভিন্ন স্থানে আজ রবিবার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং তাহমিনা সুলতানা নীলা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ সন্ধ্যাবাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় মূল্য তালিকা প্রদর্শিত হচ্ছে কিনা, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করা হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয়।

এসময় সাধারন মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। এ সময় জেলা প্রশাসন খুলনার উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

অপরদিকে মাস্ক পরিধান না করাসহ সড়কে চলাচলের নিয়ম অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশের সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন