খুলনার দিঘলিয়া থানায় দায়ের করা মানব পাচার মামলায় আসামি মোঃ ওবাইদুল মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্ত ওবাইদুল মোল্লা দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম দক্ষিণপাড়ার মহিদুল শেখের বাড়ির ভাড়াটিয়া। রবিবার (২১ মার্চ) খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক ইশরাত জাহান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার পাটকল শ্রমিক মোঃ আমির হেসেনের স্ত্রী দিলরুবাকে অধিক বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়। সেখানে তাকে তিন লাখ টাকায় বিক্রি করা হয়। টাকার বিনিময়ে সেখানে ইচ্ছার বিরুদ্ধে তার উপর চলে অমানবিক নির্যাতন।
২ মার্চ দিলরুবা ভারত থেকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে সব ঘটনা বলেন। তিনি সেখান থেকে জানান, ওবাইদুল ও তার স্ত্রী লাকি বেগম তাকে তিন লাখ টাকায় ভারতে বিক্রি করেছেন। সেখান থেকে তিনি বাঁচার জন্য বারবার আকুতি জানান। এ ব্যাপারে আসলাম হোসেন বাদী হয়ে ১৮ মার্চ দিঘলিয়া থানায় মানব পাচার আইনে তাদের দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর জানান, ওবাইদুল মোল্লা মানব পাচার চক্রের একজন সক্রিয় সদস্য। চন্দনী মহল ভোগদিয়া গ্রাম থেকে ওবাইদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত দুই দিন মঞ্জুর করেন।
খুলনা গেজেট/এমএইচবি