খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
'খুলনা গে‌জে‌ট'র নির্বাহী সম্পাদক মোতাহার রহমান রচিত

‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে ‘খুলনা গে‌জে‌ট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু রচিত এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনাঞ্চলের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান এ অঞ্চলের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে এ অঞ্চলের মানুষ সব সময় সাড়া দিয়েছে। বঙ্গবন্ধুর খুলনা সফর আওয়ামী লীগের রাজনীতির বিকাশ এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এ প্রেক্ষাপটে রচিত খুলনায় বঙ্গবন্ধু গ্রন্থটি বর্তমান প্রজন্মের জন্য গুরুত্ব বহন করে।

বইটির লেখক ‘খুলনা গে‌জে‌ট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু বলেন, পাঁচ বছর ধরে কাজ করে জাতির জনক বঙ্গবন্ধুর খুলনা সফর নিয়ে আমি লিখেছি। বঙ্গবন্ধু খুলনায় ৬৬ বার এসেছেন। খুলনাঞ্চলের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও খুলনা সফরকেন্দ্রিক নানা তথ্য এই বইয়ে তুলে ধরেছি। বর্তমান প্রজন্ম খুলনায় বঙ্গবন্ধু বইটি পড়ে অনেক কিছু জানতে পারবে।

বইটির প্রকাশক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ বলেন, খুলনার সঙ্গে বঙ্গবন্ধুর আত্মার সম্পর্ক ছিল। ছোট ভাই শহীদ শেখ আবু নাসের খুলনায় স্থায়ীভাবে বসবাস করতেন। এখানে বাবা-মাকে দেখতে বঙ্গবন্ধু খুলনায় আসতেন। খুলনার উন্নয়নে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ গ্রন্থে সে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। নিঃসন্দেহে গবেষণার জন্য বইটি সহায়ক ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ।

নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ ও অ্যাডভোকেট মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন সিকদার, রূপান্তরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স্বপন গুহ, স্বাধীনতা শিক্ষক পরিষদের খুলনার সমন্বয়কারী মো. দোলোয়ার হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!