খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন নগরীর চানমারী বাজার এলাকার রসুল মোল্লার ছেলে হামিদা আক্তার (২৩), পিরোজপুর জেলার কাউখালী থানার মাগুরা এলাকার মৃত: লতিফ হাওলাদারের ছেলে মোঃ আলামিন হাওলাদার (৪৯), বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বেতবুনিয়া এলাকার মৃত: শাহজাহানের ছেলে মোঃ সেলিম হোসেন (৩০), নগরীর খালিশপুর বঙ্গবাসি এলাকার মৃত: সাব্বির হোসেনের ছেলে মোঃ সুমন (৩০) এবং পটুয়াখালীর লাউকাঠী এলাকার আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ তোফায়েল হোসেন (৩৪)।
খুলনা গেজেট/এনএম