আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪২ জন, মেম্বর পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
আজ শুক্রবার চু্ড়ান্ত যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এরমধ্যে আমাদি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা ঋণক্ষেলাপির কারনে বাদ পড়েছেন ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১,২,৩) সদস্য প্রার্থী রেবেকা খাতুন বয়স কম থাকায় বাদ পড়েছেন।
মহারাজপুর ইউনিয়ন থেকে বয়স কম থাকার কারনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (১,২,৩) সদস্য প্রার্থী রুনা খাতুন ও (৪,৫,৬)- এর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী তৃপ্তি মন্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে স্ব স্ব ইউনিয়নের রিটার্ণিং কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই