ইউপি নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা পথেরবাজার মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজে মিলনায়নে অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি খান নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, মোসাঃ শামসুন্নাহার , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, গাজী জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম মল্লিক, সেনহাটী ইউনিয়ন আঃলীগের সভাপতি গাজী আজগর আলী, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা আব্দুস সালাম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আঃ রউফ, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সংগঠনের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপজেলা এবং ইউনিয়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত বিদ্রোহী কোন প্রার্থী উপস্থিত ছিলেন না।
সভায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা কর্মীদের আহবান করা হয়।
খুলনা গেজেট/টি আই