খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

দাকোপে চেয়ারম্যান পদে ৩৭ সহ মোট ৫২৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

দাকোপ প্রতিনিধি

দাকোপের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ সংরক্ষিত ওয়ার্ডে ১১৭ এবং সাধারণ সদস্য পদে ৩৭১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫ মার্চ প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার উপকুলীয় উপজেলা দাকোপের ৯ ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে। বৃহস্পতিবার শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন জানিয়েছেন, আগামী ১৯ মার্চ যাচাই বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার এবং ২৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান এবং সাধারণ সদস্য পদে পুরুষদের পাশাপাশি একাধীক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।

চেয়ারম্যান পদে ১ নং পানখালী ইউনিয়নে আ’লীগের বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ এবং মোঃ জাহিদুল ইসলাম শেখ (ইশা)। ২ নং দাকোপে বর্তমান চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় (আ’লীগ), সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার রায় (স্বতন্ত্র), গৌতম সরকার (স্বতন্ত্র) । ৩ নং লাউডোবে সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সরোজিত রায় (স্বতন্ত্র), সবুজ সরকার (স্বতন্ত্র)। ৪ নং কৈলাশগঞ্জে বর্তমান চেয়ারম্যান মিহির মন্ডল (আ’লীগ), দেবব্রত সরকার দেবু (স্বতন্ত্র), চয়ন রায় (স্বতন্ত্র), মন্টু লাল রায় (স্বতন্ত্র), গৌরাঙ্গ প্রসাদ রায় (ওয়ার্কাস পার্টি)। ৫ নং সুতারখালীতে বর্তমান চেয়ারম্যান মাসুম আলী ফকির (আ’লীগ), সাবেক চেয়ারম্যান জি এম আশরাফ হোসেন (স্বতন্ত্র), শাহাবুদ্দিন গাজী (স্বতন্ত্র), এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য (স্বতন্ত্র), লিয়াকত আলী সানা (স্বতন্ত্র), আব্দুল ওহাব গাজী ( স্বতন্ত্র)। ৬ নং কামারখোলায় বর্তমান চেয়ারম্যান পঞ্চানন মন্ডল (আ’লীগ), সাবেক চেয়ারম্যান সমারেশ চন্দ্র রায় (স্বতন্ত্র), হাফেজ আব্দুল কাদের সানা (ইশা)। ৭ নং তিলডাঙ্গায় বর্তমান চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল (আ’লীগ), সাবেক চেয়ারম্যান জালাল গাজী (স্বতন্ত্র), অরুন প্রকৃতি রায় (স্বতন্ত্র), অরুন মন্ডল (স্বতন্ত্র)। ৮ নং বাজুয়ায় মানস কুমার রায় (আ’লীগ), সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন (স্বতন্ত্র), রুপালী ইসলাম মীর্জা (স্বতন্ত্র)। ৯ নং বানীশান্তা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুদেব কুমার রায় (আ’লীগ), সাবেক চেয়ারম্যান সুধাংশু কুমার বৈদ্য (স্বতন্ত্র), সত্যজিত গাইন (স্বতন্ত্র), জগদীশ মৃধা (স্বতন্ত্র), বিনয় কৃষ্ণ সরদার (স্বতন্ত্র), মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (ইশা)।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ এবং সাধারণ সদস্য পদে ৭ জন নারী প্রার্থী পুরুষদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিরোধী দলবিহীন নির্বাচনে প্রতিটি ইউনিয়নে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছেন স্বতন্ত্র প্রার্থীরা। এবারের নির্বাচনে ৯ টি ইউনিয়নে মোট ১ লাখ ১৭ হাজার ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৩১৯ এবং নারী ৫৮ হাজার ২৭২ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!