খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বঙ্গবন্ধুর জন্মদিনে এস এম কামাল

বঙ্গবন্ধু অধিকার আদায় ও বাঙালি জাতীয়তাবাদের জন্য রাজনীতি করেছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নকে কেউ বাস্তবায়ন করতে পারেনি। বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি জীবনের ঝুঁকি নিয়ে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাঙালিকে মর্যাদার সাথে চলতে শিখিয়েছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা, দেশপ্রেম আর নৈতিকতার কারনেই পাকবাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিলো। বঙ্গবন্ধু অধিকার আদায় ও বাঙালি জাতীয়তাবাদের জন্য রাজনীতি করেছেন। আর বাঙালি জাতীয়তাবাদীদের জন্য একটি ভূখন্ড দিয়েছিলেন। বাঙালি হাজার বছরের লালিত স্বপ্ন বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ৩০ লক্ষ শহীদ আর ২ লাখ মা-বোনের ইজ্জতে বিনিময়ে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো মুক্তির আন্দোলনের শেষ কাজ। এর আগে তিনি দীর্ঘ ২৩ বছর নির্যাতন ভোগ সহ সকল রাজনৈতিক কর্মকা- পরিচালনা করেছিলেন। এটা কোন বাঁশির হুইশলে হয়নি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করে। সেকারনে অতীতের সকল আন্দোলনে সফলতা এসেছে। এটা তাঁর নৈতিকতা ও দেশ প্রেমের কারনেই সম্ভব হয়েছিলো। সেকারনেই সকলকে জাতির পিতার আদর্শ ও নৈতিকতা ধারণ করে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০১তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, বিরেন্দ্র নাথ ঘোষ, শেখ মো. জাহাঙ্গীর আলম, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, এ্যাড. আব্দুল লতিফ, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর গাউসুল আযম, মনিরুজ্জামান সাগর, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর মোজাফফর রশিদ রেজা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, এ্যাড. একেএম শাহজাহান কচি, আমির হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, শেখ আব্দুল আজিজ, এ্যাড. শামীম মোশারফ, এমরানুল হক বাবু, নজরুল ইসলাম তালুকদার, মো. আজম খান, মীর মো. লিটন, ওহিদুল ইসলাম পলাশ, নাহিদ মুন্সি, হাফিজুর রহমান হাফিজ, কবির পাঠান, মো. শহিদুল হাসান, রুমা খাতুন, রেখা খানম, নুর জাহান রুমী, নুরানী রহমান বিউটি, শবনম মোস্তারী বকুল, রেজওয়ানা প্রধান, আইরিন আক্তার, নাছরিন চৌধুরী, লিভানা পারভিন, মেহজাবিন খান, পারভীন ইলিয়াছ, সোহান হাসান শাওন, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, ঝলক বিশ্বাস, মাহমুদুল ইসলাম সুজন, শাহীন আলম, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, এম এস হোসেন সবুজ, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং কেককাটা হয়।

অনুরূপ ভাবে রাত সাড়ে ৮টায় ২২নং ওয়ার্ড এবং রাত ৯টায় ২৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেককাটার আয়োজন করে। উক্ত অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম আকিল উদ্দিন, তালুকদার আব্দুল জলিল, নজরুল ইসলাম, শেখ আব্দুল আজিজ, পারভীন ইলিয়াছ, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, এ্যাড. জলি, আলমগীর মল্লিক, আইয়ুব আলী খান, শেখ আসলাম উদ্দিন, খন্দকার জাহাঙ্গীর আলম, জহুর মোল্লা, মো. শাহিন, ইনামুল হক ইনু, সফিকুল ইসলাম, মো. লিটন, আব্দুস সালাম ফরাজী, শামসুল হুদা, হেলাল হোসেন, মাসুুদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!