বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবীতে ইষ্টার্ণে শ্রমিকদের অবস্থান

ফুলবাড়িগেট প্রতিনিধি

বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবীতে ১৬মার্চ মঙ্গলবার বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে বকেয়া পাওনাসহ ৯ দফা দাবীতে ইষ্টার্ন জুটমিল ১নং গেট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আটরা শিল্প এলাকার সদস্য সচিব মোঃ ইউসুফ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের খুলনা অঞ্চলের আহবায়ক কমরেড হারুন- অর রশিদ মল্লিক ।

বিশেষ অতিথি ছিলেন পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আটরা শিল্প অঞ্চলের আহবায়ক মোঃ আমিরুল সরদার, যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন মিয়া। বক্তব্য রাখেন আঃ সাত্তার মোল্লা, মোঃ মুজিবর রহমান প্রমুখ । অবস্থান কর্মসুচি চলাকালে বক্তারা বলেন মিল বন্ধ ঘোষণার পর বেকার হওয়া জুটমিল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন, বদলি শ্রমিকদের এরিয়া বিল সহ সকল বকেয়া প্রদান পরিশোধ সহ ৯ দফা দাবী মেনে নেয়ার জোর দাবী জানান।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন