শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলার বিএনপি সভাপতি মৃধা নজরুল ইসলাম আর নেই

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা বিএনপির সভাপতি সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা মৃধা নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার নিজ গ্রামের বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আজ আসর বাদ তার নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপি ও মোংলা পৌর বিএনপি শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন