বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় গাড়াখোলা গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার ভোরে ফুলতলার গাড়াখোলা গাজী পাড়া মসজিদের পাশে পড়ে থাকা মাথার পিছনে রক্তাক্ত জখম অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে দাফনের জন্য লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে থানার এসআই মধুসূধন পান্ডে বলেন, মারা যাওয়া অজ্ঞাত ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে তাকে বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। কোথাও পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন