খুলনা নগর জাপার সাবেক সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলার শুনানী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে উপস্থিত একমাত্র আসামি খুলনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসকে ৩৪২ ধারায় প্রশ্ন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার ছয়জন আসামি মধ্যে কেসিসি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী মুসফিকুর রহমান, সরফুজ্জামান টপি, মোঃ তারেকসহ অন্যান্যরা পলাতক রয়েছে।
গত ৩ মার্চ ম্যাজিস্ট্রেট সগীর উদ্দিন আহমদের স্বাক্ষ্যদানের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। এ মামলার বাদি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের শেখ আলমগীর হোসেন ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। মামলা দীর্ঘদিন উচ্চ আদালতে স্টে ছিল। উচ্চ আদালত ২০১৮ সালের ২ আগষ্ট ভ্যাকেট রুল নিষ্পত্তি করে স্টে আদেশ প্রত্যাহার করেন। এ আদেশ এ বছরের ৩ জানুয়ারি খুলনায় এসে পৌঁছায়। এ মামলায় হাইকোর্টের নির্দেশনা আট মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
উল্লেখ্য ১৯৯৫ সালের ২৫ এপ্রিল স্যার ইকবল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে শেখ আবুল কাশেম খুন হন।
খুলনা গেজেট/এনএম