মাদক মামলায় খুলনার একটি আদালত এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। রবিবার (১৪ মার্চ) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম মোঃ জাহিদুল ইসলাম ফয়সাল (৩২), সে সোনাডাঙ্গা হাজী ইসমাইল রোডের বাসিন্দা মৃত কাজী আব্দুর রশীদের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ অক্টোবর খুলনা থানার পুলিশ জানতে পারে চট্রগ্রাম থেকে একটি পার্সেলযোগে ইয়াবা আসছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ পাওয়ার হাউস মোড়ের জননী কুরিয়ার সার্ভিস থেকে মোঃ জাহিদুল ইসলাম ফয়সালকে উক্ত পার্সেলসহ গ্রেপ্তার করে। পুলিশ পার্সেলটি খুলে এক হাজার দুই’শ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে ওই ঘটনায় এসআই শরীফুল আলম মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ৩১। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ জাহাঙ্গীর আলম একই বছরের ৩০ নভেম্বর ফয়সালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা বিচারকালে আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. কে এম ইকবাল হোসেন।
খুলনা গেজেট/কেএম