প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।৩৭১টির মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের বাকিগুলো পরে জানানো হবে।
শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
প্রথম ধাপে ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা- নিচে তালিকা দেওয়া হলো:
কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ দক্ষিণ বেদকাশিতে কবি শামসুর রহমান, উত্তর বেদকাশিতে সরদার নূরুল ইসলাম, সদর ইউনিয়নে মোঃ বাহারুল ইসলাম, মহারাজপুরে আব্দুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরীপুরে শাহনেওয়াজ শিকারী, বাগালীতে আব্দুস সামাদ গাজী, আমাদী ইউনিয়নে জিয়াউর রহমান জুয়েল।
পাইকগাছার দশটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ হরিঢালী- শেখ বেনজির আহমেদ বাচ্চু, কপিলমুনি-কওছার আলী জোয়াদ্দার, লতা-কাজল কান্তি বিশ্বাস, দেলুটি-রিপন কুমার মন্ডল, সোলাদানা- আব্দুল মান্নান গাজী, লস্কর-কে এম আরিফুজ্জান তুহিন, গদাইপুর- শেখ জিয়াদুল ইসলাম জিয়া, রাড়ুলী- বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চাঁদখালী- আলহাজ্ব মুনসুর আলী গাজী ও গড়ইখালী- রুহুল আমিন বিশ্বাস ।
দাকোপের নয়টি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ : পানখালী- শেখ আব্দুল কাদের, দাকোপ- বিনয় কৃষ্ণ রায়, লাউডোব- শেখ যুবরাজ, কৈলাশগঞ্জ- মিহির মন্ডল, সৃুতার খালী-মাছুম আলী ফকির, কামার খোলা- পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা- রনজিত কুমার মন্ডল, বাজুয়া- মানুষ কুমার রায়, বানিশান্তু- সুবেদ কুমার রায়।
বটিয়াঘাটার তিনটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ বালিয়াডাঙ্গা- মো: মুশিবর রহমান শেখ, গঙ্গারামপুর- শেখ মোঃ হাদিউজ্জামান, আমিরপুর- জিএম মিলন।
দিঘলিয়ায় ছয়টি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ গাজিরহাট- মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, বারাকপুর- গাজী জাকির হোসেন, সেনহাটি- ফারহানা নাজনীন, দিঘলিয়া- মোঃ ফিরোজ মোল্লা, আড়ংঘাটা- মোঃ মফিজুর রহমান, যোগীপুল- শেখ আনিসুর রহমান।
ফকিরহাটের সাতটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ বেতাগা- মোঃ ইউনুস আলী শেখ, লকপুর- এমডি সেলিম রেজা, পিলজং- মোড়ল জাহিদুল ইসলাম, ফকিরহাট- শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা- মোঃ রেজাউল করিম ফকির, নলদা মৌভোগ- সরদার আমিনুর রশিদ, সুভদিয়া- মোঃ ফারুকুল ইসলাম।
মোল্লাহাটের ছয়টি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ উদয়পুর- এসকে হায়দার মামুন, চুন খোলা- মনোরঞ্জণ পাল, কুলিয়া- মিজানুর রহমান মোল্লা, গাউলা- শেখ রেজাউল কবির, কোদালীয়া- শেখ রফিকুল ইসলাম, আটজুড়ি- মোঃ মনিরুজ্জামান মিয়া।
চিতলমারী সাতটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ বড়বাড়িয়া- মোহাম্মদ মাছুদ সরকার, কলাতোলা- মোঃ বাদশা মিয়া, হিজলা- গাজী আবু শাহিন, শিবপুর- মোঃ অলি উজ্জামান, চিতলমারী- মোঃ নিজাম উদ্দিনে শেখ, চরবানিয়ারী- অর্চনা দেবি বড়াল (ঝর্ণা), সন্তোষপুর- বিউটি আক্তার।
বাগেরহাট সদরের সাতটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ কাড়াপাড়া- শেখ মহিতুর রহমান পল্টন, বেমরতা- মোনোয়ার হোসেন টগর, বিষ্ণুপুর- এমডি মাছুদ রানা, বারইপাড়া- আলহাজ্ব হায়দার আলী মোড়ল, খানপুর- ফকির ফহম উদ্দিন, রাখালগাছী- শেখ আবু শামীম ( আসনু), ডেমা- মোঃ মনি মল্লিক।
কচুয়ার সাতটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ গজালিয়া- এসএম নাসির উদ্দিন, ধোপাখালী- মোঃ মকবুল হোসেন, মঘিয়া- পঙ্কজ কান্তী অধিকারী, কচুয়া- শিকদার হাদিউজ্জামান, গোপালপুর- এস এম আবু বকর সিদ্দিক, রাড়ীপাড়া- নাজমা আক্তার, বাধাল- নকিপ ফয়সাল অহিদ।
রামপালের দশটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ গোরম্ভা- মোঃ রাজিব সরদার, উজলকুর- মুন্সি বোরহান উদ্দিন, বাইনতলা- মোঃ আব্দুল্লাহ ফকির, রামপাল- মোঃ নাসির উদ্দিন হাওলাদার, রাজনগর- সরদার আঃ হান্নান, হুড়কা- তপন কুমার গোলদার, পেড়িখালী- মোঃ রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া- তরফদার মাহফুজুল হক, মল্লিকের বেড়- তালুকদার ছবির আহম্মদ, বাঁশতলী- মোঃ মোস্তাফিজুর রহমান।
মোংলার ছয়টি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ চাদপাই- মোল্লা মোঃ তারিকুল ইসলাম, বুড়ির ভাঙ্গা – উদয় সংকর বিশ্বাস, সোনাইলতলা- নাজিনা বেগম নারজিনা, মিঠাখালী- উৎপল কুমার মন্ডল, সুন্দরবন- মোঃ একরাম ইজারাদার, চিলা- গাজী আকবর হোসেন।
মোরেলগঞ্জের ১৬ টি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ তেলিগাতী- মোরশেদা আক্তার, পঞ্চকরণ- আঃ রাজ্জাক মজুমদার, পুটিখালী- আঃ রাজ্জাক সেখ, দৈবজ্ঞহাটি- মোঃ শাসছুর রহমান মল্লিক, রামচন্দ্রপুর- মোঃ আলিম হাওলাদার, চিংড়াখালী- মোঃ আলী আক্কাস বুলু, হোগলাপাশা- মনি শংকর হালদার, বনগ্রাম- রিপন চন্দ্রদাস, বলইবুনিয়া- মোঃ শাহজাহান আলী খান, হোগলাবুনিয়া- আকরামুজ্জামান, বহরবুনিয়া- টি এম রিপন, জিউধারা- মোঃ জাহাঙ্গীর বাদশা, নিশানবাড়িয়া- সাইফুল ইসলাম, বারুইখালী- মোঃ শফিকুর রহমান লাল, মোরেলগঞ্জ- মোঃ হুমায়ুন কবির মোল্লা, খাউলিয়া- আবুল খায়ের হাওলাদার,
শরণখোলার চারটি ইউনিয়নে নৌকা পেলেন যারাঃ ধানসাগর- মোঃ মইনুল হোসেন, খোস্তাগাটা- মোঃ জাকির হোসেন খান, রায়েন্দা- আজমল হোসেন মুক্তা, সাউথখালী- মোঃ মোজাম্মেল হোসেন।
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৪ মার্চ।
সকল ইউনিয়নের তথ্য পেতে এখানে ক্লিক করুন
খুলনা গেজেট/ টি আই