‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নারী হোক ভ্যানগার্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শনিবার (১৩ মার্চ) সাড়ে ১১টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ এগিয়ে গেলেও নারীরা সর্বস্তরে লাঞ্চিত ও নির্যাতিত হচ্ছে। শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। ক্রমাগত নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে উল্টে ক্ষতির সম্মূখিন হচ্ছেন। দেশে আজ বাকস্বাধীনতা নেই। নেই স্বাধীন দেশে গণতন্ত্রের চর্চাও। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছে। যে দেশে মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না, সে দেশে গণতন্ত্র থাকতে পারেনা। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও স্বাধীনতার স্বাদ নেই দেশের মানুষের মধ্যে। এসময় বক্তারা সরকারের কাছে মানুষের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।
খুলনা নগর নাগরিক নারী ঐক্যে’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নাগরিক ঐক্য’র কেন্দ্রিয় কমিটির সদস্য ও নগর শাখার আহবায়ক এ্যাড. জাকির হোসেন।
নাগরিক নারী ঐক্য’র খুলনা নগর শাখার আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা নাগরিক ঐক্য’র সংগঠক প্রফেসার এ মজিদ খান, বিশিষ্ট সাংবাদিক ও নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব মোঃ কাজী মোতাহার রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর শাখার সদস্য শেখ জামিরুল ইসলাম, সাপ্তাহিক আজাদ বার্তার সম্পাদক এবং সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক এজিএস এ্যাড. এম. মাফতুন আহমেদ, খালিশপুর থানা শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নগর শাখার সদস্য এম এন আলী শিপলু ও নাগরিক ঐক্যে নব্য যোগদানকৃত শাকিলা আক্তার। এ সময় সংগঠনটিতে নব্য যোগদানকারী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী মুছা, শাকিলা আক্তার, পূজা সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খুলনা গেজেট/ টি আই