খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

কান কালা পরিবার

সুমন বিপ্লব

কানে যারা কম শোনে তাদের কালা বলে। একটি পরিবারের সবাই কালা। তারা কি সমস্যায় পড়ে সেই ঘটনা তোমাদের জানাতে চাই।
জহির মিয়া একজন আদর্শ কৃষক। কিন্তু কান কালা। একদিন রাস্তার পাশের একটি জমি চাষ করছে গরু দিয়ে। রাস্তা দিয়ে যাচ্ছিল দু জন লোক। একজন বললো,
: দেখ গরুটা আমাদের শশুরের মত দেখতে।
: তা ঠিক বলেছো।
জহির মিয়া উল্টা শুনে চিৎকার দিয়ে বললো,
: আমি তার শশুরের গরু চুরি করেছি। এত বড় অপবাদ। বলতে বলতে বাড়ির দিকে গেল। তারাও পিছে পিছে চলল লোকটার কান্ড দেখতে। বাড়ি গিয়ে বউরে বললো। বউ সুই দিয়ে কাঁথা সেলাই করছিল। সেও কালা।
: আমি সুই ভাঙ্গছি তাই এত বড় কথা। সুই কি কেউ ভাঙ্গে না।
স্বামী-স্ত্রী দুইজন কথা বলে যাচ্ছে। কেউ কারও কথা শুনছে না। দু জন দুই রকম কথা বলে। জহির মিয়ার মা ছিল তরমুজের খেতে। বাড়িতে কথা শুনতে পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে এলো।
: আমি একটা তরমুজ খেয়েছি তা তোমাদের সহ্য হচ্ছে না। কত তরমুজ চুরি হয়ে যাচ্ছে। তারা কথা বলে যাচ্ছে থামাথামি নেই। পাড়ার অনেক লোক এসে জড়ো হল। সবাই অবাক হচ্ছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!