জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাসভা জাতীয় যুব সংহতির খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ ১২ মার্চ সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জি এম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার। প্রধান বক্তা ছিলেন ছিলেন, খুলনা মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবসংহতির সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, মাহাজার জোয়াদ্দার পান, অপূর্ব দত্ত লেকু, মোঃ এজাজ খান, গাজী খোকন, কাজী মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, সদর থানা আহবায়ক মোঃ আব্দুল সালাম, মোঃ হাফিজুর রহমান বাবুল, শেখ মোঃ মাসুদ রানা, নারায়ণ চন্দ্র সরকার, মোঃ শাহ আলম, শেখ শামসুল আলম বাবুল, মোঃ মিণ্টু খান প্রমুখ।
সভায় আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম