শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ (সিপিসি সদর) খুলনার একটি বিশেষ আভিযানিক দল বুধবার পৌনে নয়টার দিকে ১১টি মামলার পলাতক আসামী রাসেল মোল্লা (৩২) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি হাসুয়া ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সিংজোর সিকদারপাড়া থেকে রাসেল মোল্লাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। রাসেল ওই এলাকার মোঃ সিদ্দিক মোল্লার ছেলে। তার নামে বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং পিরোজপুর জেলার জিয়ানগর থানায় মোট ১১ টি মামলা রয়েছে। এ ঘটনায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন