মোংলা বন্দরের জয়মনির গোল ফুড সাইলোর পাশে বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ উদ্বোধন করতে আগামী ১৩ মার্চ শনিবার সকাল ১১ টায় মোংলায় আসবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌ-প্রতিমন্ত্রী ড্রেজিং প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও নৌ- পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা, ড্রেজিং কোম্পানির প্রতিনিধিসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে নাব্যতা বৃদ্ধিতে ৭৮৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ড্রেজিং প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের জেটিতে সাড়ে ৯ মিটার/ ১০ মিটারের জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২১ সালের জানুয়ারী থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। ড্রেজিং কাজের ঠিকাদার হিসেবে চীনা প্রতিষ্ঠা জিয়ানসু হায় হং কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কর্পোরেশনের সাথে গত বছরের ৩০ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়।
খুলনা গেজেট/এমএইচবি