Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই গ্রামের কাঙাল মন্ডলের ছেলে সদর উদ্দিনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষক পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মন্টু, আলী ও রানা নামে তিনব্যক্তি জানান, ধর্ষক সদর উদ্দিন লম্পট প্রকৃতির লোক। ঘটনার সময় সে ওই প্রতিবন্ধী কিশোরীকে পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকারে আমরা এগিয়ে গেলে সে আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই বলেন, ‘প্রায়ই ওই লম্পট সদর উদ্দিন আমার বোনকে বিরক্ত করত। তাকে বারবার নিষেধ করার পরও আমরা বাড়ির বাইরে গেলেই সে আমাদের বাড়িতে গিয়ে আমার বোনকে উত্তক্ত করত। শুক্রবার সকালে আমার বাবা-মা ও আমি বাড়ির বাইরে গেলে সে আমার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক পানবরজে নিয়ে ধর্ষণ করে।’

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন