বেনাপোল এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী সোমবার দুপুর সোয়া দুইটায় ৯৯৯ এ ফোন করে জানান বগির দরজার পাশে দাঁড়ানো এক কিশোর (১৬) অসাবধানতাবশতঃ ট্রেন থেকে পড়ে গিয়েছে। ট্রেনটি খুলনা থেকে নাভারণ যাচ্ছিল এবং বর্তমানে ট্রেনটি যশোরের বসুন্দিয়ার মোড় বাস ষ্টেশন অতিক্রম করেছে।
৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সাথে যশোর কোতোয়ালী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে যশোর কোতোয়ালী থানার এস আই জাকিরের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং পড়ে যাাওয়া কিশোরকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। পরে ডাক্তাররা তাকে আশংকামুক্ত বলে জানালে পুলিশ একটি অটোরিকশা যোগে নাভারণে কিশোরের বাড়ীতে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।
খুলনা গেজেট/এনএম