ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেছেন, বছরের ৩৬৪ দিন সকলের, আর একদিন শুধু নারীদের। সারা বিশ্বে নারীরা এখন নেতৃত্ব দিচ্ছে। কাজের ক্ষেত্রে সকলে মিলে দেশের ও সমাজের জন্য কাজ করতে হবে। এ ক্ষেত্রে নারী পুরুষের কোন ভেদাভেদ থাকা উচিৎ নয়। দিন দিন নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বেড়েই চলেছে।
“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকাল সাড়ে ৩টায় ফুলতলা উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। কারুকথা নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর জাহান ও মুজাহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, খাদ্য কর্মকর্তা পল্লোব কুমার ঘোষ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, জাগরণী চক্রের পুষ্টি প্রকল্পের এরিয়া স্পেশালিস্ট আশিষ কে চ্যাটার্জি, হিসাব রক্ষণ অফিসার তাসনিম সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহানা আক্তার, তথ্যসেবা সমন্বয়কারী সাথী খাতুন, একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রধান শিরিন, কাজল রায়, আক্তার অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নিতিশ কুমার মন্ডল প্রমুখ।
পরে প্রধান অতিথি কেক কাটেন এবং উপজেলার ৪টি ইউনিয়নের অপরাজিতার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খুলনা গেজেট/কেএম