দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সে আগত বা প্রার্থীদের বসার স্থানে তৈরি করা হয়েছে নান্দনিক “বঙ্গবন্ধু কর্ণার”। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতেই এই কর্নার এর লক্ষ্য ও উদ্দেশ্য।
বঙ্গবন্ধু কর্ণার সাজানো হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ছবি দিয়ে। এখানে থাকবে তার নিজের লেখা এবং তার সম্পর্কে লেখা বিভিন্ন ধরনের বই। সেবা প্রার্থীরা এখানে বসে ছবি দেখে এবং বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন “বঙ্গবন্ধু কর্নার” টি তৈরি করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে উপলক্ষে আনুষ্ঠানিকভাবে “বঙ্গবন্ধু কর্ণার” এর উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
খুলনা গেজেট/কেএম