শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় গাঁজাসহ আটক-১

মোংলা প্রতিনিধি

বগেরহাট জেলার মোংলায় চলমান মাদক বিরোধী অভিযানে ৪০০গ্রাম গাঁজা সহ ১ ব্যক্তিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে এসআই(নি:)লিটন বিশ্বাস ও সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি হল মোংলার জয়বাংলা সড়কের জাহাঙ্গীর হোসেনের পুত্র মোঃ জুয়েল শেখ(২৮)

ওসি ইকবাল বাহার চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(৫মার্চ) রাতে মিয়াপাড়া সংলগ্ন জয়বাংলা সড়কে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল শেখ কে তল্লাশি চালিয়ে ৪০০গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় জুয়েল শেখ(২৮) কে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। এবং তাকে শনিবার(৬মার্চ) বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন