বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা (দলীয় মনোনয়ন) চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে শুক্রবার (০৫ মার্চ) রাত ১০ টা পর্যন্ত ৭ ইউনিয়নের ৬ নারীসহ মোট ৬২ জন চেয়ারম্যান প্রার্থী আবেদন করেছেন।
উপজেলা ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের একটি প্যানেল তালিকা মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে। শনিবার (প্রথম প্রহরে) চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম শোয়েল ও দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ইতোমধ্য ১নং বড়বাড়িয়া ইউনিয়নে মোঃ মাসুদ সরদার, অহিদুজ্জামান পান্না শেখ, সৈয়দ জান্নাত আলী, শিকদার আসলাম পারভেজ বাদল, এফ এম তরিকুল ইসলাম বিপ্লব, মুন্সি তারিকুজ্জামান, মমতাজ আলা খসরু আহম্মেদ, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউছুল হক, পারভিন আক্তার, ২নং কলাতলা ইউনিয়নে মোঃ বাদশা মিয়া, মোঃ ইদ্রিস আলী মোল্লা, মোঃ জালাল উদ্দিন (রুমি সিদ্দিকী), মোঃ তায়াজুল ইসলাম, শিকদার মতিয়ার, সৈয়দ মোহসীন আলম, শেখ ফরিদ, মোঃ মেশকাত আহম্মেদ, ৩নং হিজলা ইউনিয়নে মোঃ বাদশা মিয়া শেখ, কাজী আবু শাহিন, মোঃ মেহেদী হাসান সবুজ মুন্সি, জগদীশ চন্দ্র বাড়ৈ, শাহাজান শিকদার, কাজী আজমীর আলী, গাজী আবজাল হোসেন, ৪নং শিবপুর ইউনিয়নে অহিদুজ্জামান মোল্লা, মোঃ অলিউজ্জামান (জুয়েল), শেখ শামিম আনোয়ার, মোঃ শহিদুল ইসলাম (লিটন মুন্সি), নাজমুল হাসান, মোঃ রিয়াদ হোসেন মুন্সি, মোঃ ইকবাল হোসেন শেখ, ৫ং চিতলমারী সদর ইউনিয়নে এ্যাড. বিপ্লব কুমার অধিকারী, সরদার টিটো, মোঃ রবিউল ইসলাম, মকবুল হোসেন মুন্সি, রজত শুভ্র রায়, মোঃ নিজাম উদ্দিন শেখ, এ্যাড. শরৎ মজুমদার, শেখ বাদশা মিয়া, মোঃ সাহেব আলী ফরাজী, শিবানী বিশ্বাস, শেখ মোঃ কেরামত আলী, মুন্সি দেলোয়ার হোসেন, সুলতানা মল্লিক, ৬ং চরবানিয়ারী ইউনিয়নে অর্চণা দেবী বড়াল, এ্যাড. মানশিষ মজুমদার, শান্তনু রানা, অদিতি বড়াল, মুকুল কৃষ্ণ মন্ডল, প্রফুল্ল মন্ডল, রনজিৎ বাড়ৈ, সুব্রত মজুমদার, গোবিন্দ মজুমদার, ৭নং সন্তোষপুর ইউনিয়নে রেজাউল করিম, বিউটি আক্তার, শম্ভু নাথ রায়, হরেন্দ্র নাথ শিকদার, মোঃ রসুল মাঝি, বিবেকানন্দ সমাদ্দার, পূরবী রানী সমাদ্দার, এ্যাড .দেবদাস রানাসহ মোট ৬২ জন চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা (দলীয় মনোনয়ন) চেয়ে আবেদন করেছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় জানান, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য চেয়ারম্যানদের প্রার্থীদের একটি প্যানেল তালিকা নির্ধারিত সময়ে মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হবে।